Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements.
এলজিইড 19 জুন, ২011 তারিখে "আর্থ দিবস + 530 ক্যাম্পেইন" প্রদর্শনীতে প্রথম পুরস্কার অর্জন করেঃ

ঢাকা, বাংলাদেশ, উত্তর সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে আর্থ দিবস ২011 এর গুরুত্বের উপর আলোকপাত করে 19 জুন ২011 তারিখে "আর্থ দিবস + 530 প্রচারাভিযান" শীর্ষক
একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি,কোইকা (কোরিয়া ইন্টারন্যাশনাল ক্যাসপারেশন এজেন্সি) এবং আর্থ সাউথ ইউনিভার্সিটি অফ আর্থ
সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে এই অনুষ্ঠানেযৌথভাবে সংগঠিত হয়। এই অনুষ্ঠানের থিম ছিল একটি পরিচ্ছন্ন ও সবুজ পৃথিবীর দিকে "। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয়রাষ্ট্রদূত
ডঃ হাছান মাহমুদ,মাননীয় এ্যাম্বাসেডর পিএফ জাপানের জনাব তামসু শিনোশুকা, কোরিয়া প্রজাতন্ত্রের সম্মানিত রাষ্ট্রদূত মিঃ টেইউনং চৌ, উপাচার্যঅধ্যাপক হাফিজ জনাব সিদ্দিকী,
ভাইস চ্যান্সেলর,নর্থ সাউথ ইউনিভার্সিটির ড। টাকো তোডা,বাংলাদেশের কওকা'র প্রধান প্রতিনিধি।

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পুরস্কারঃ

ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের রেসিডেন্সিয়াল মিশনটি ২007 সালের এডিবি অ্যাওয়ার্ড প্রদান করে এবং বেস্ট পারফর্মিং অফএলজিইডির জন্য তিনটি
প্রকল্পের আয়োজন করে। ওয়িনিং প্রজেক্টগুলি শহুরে গভর্নেন্স এবং অবকাঠামো উন্নয়নপ্রকল্প, দ্বিতীয় ক্ষুদ্র ক্ষুদ্র পানি সম্পদ উন্নয়ন ক্ষেত্র প্রকল্প এবং প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী -2

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পুরস্কারঃ

ঢাকা অফিসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশের রেসিডেন্ট মিশনটি ২008 সালের এডিবি অ্যাওয়ার্ডে এলজিইডি'র শ্রেষ্ঠ পারফর্মিংয়ের জন্য তিনটি প্রকল্প প্রদান করে।
ওয়িনিং প্রজেক্টগুলি শহুরে গভর্ন্যান্স অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ইউজিআইআইপি), গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প: ২5:বৃহত্তর কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল ও পটুয়াখালী জেলা
এবং উত্তর-পশ্চিম ফসল বৈচিত্রতা প্রকল্প।

এনার্জি গ্লোব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড ২007:

অস্ট্রিয়া ভিত্তিক এনার্জি গ্লোব ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড 2007-এ বিশ্বের 90 টিরও বেশি দেশের অংশগ্রহন করেন। এলজিইড এর স্থায়ী গ্রামীণ শক্তি প্রকল্পটি সোলার ফোটোভোলটাইকের মাধ্যমে
গ্রোথসেন্টারদের বিদ্যুতায়িত করার লক্ষ্যে এই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার লাভ করে।